Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

আয়তন: ১১২৫.৬৯ বর্গ কিলোমিটার।

 

অবস্থান: ২৩˙০০‌‌˝ উত্তর অক্ষাংশ থেকে ২০˙-৩০‌‌˝ উত্তর অক্ষাংশ এবং ৮৯˙-৫৬˝ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০˙-২১˝ পূর্ব দ্রাঘিমাংশ।

 

 

সীমানাঃ

উত্তরে

ফরিদপুর ও মুন্সিগঞ্জ

পূর্বে

শরীয়তপুর

পশ্চিমে

ফরিদপুর ও গোপালগঞ্জ

দক্ষিণে

গোপালঞ্জ ও বরিশাল


জনসংখ্যা: ১২,৯৩,০২৭  জন


নদ-নদী: আড়িয়াল খাঁ, কুমার, লোয়ার কুমার, কাঁটা কুমার, কৃর্ত্তীনাশা, পদ্মা, বিল পদ্মা, ময়নাকাটা, টরকী।


জলবায়ু: মাদারীপুর জেলার বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০৫ মিলিমিটার।জীব-বৈচিত্র্য

পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জীব বৈচিত্র্য নষ্ট হতে চলেছে। বিভিন্ন প্রজাতির পশু-পাখি, গাছপালা ও মৎস হারিয়ে যাচ্ছে।

মাদারীপুরে মূল্যবান গাছের সংখ্যা খুবই কম। এখানে কোন রাষ্ট্রীয় বনভূমি নেই। জেলায় নারিকেল, সুপারি খেজুর ও তালগাছ প্রচুর জন্মে। মাদারীপুরের খেঁজুরের গুড় খুবই বিখ্যাত।

বিলুপ্ত প্রায় বন্য প্রানীদের মধ্যে রয়েছে-খেঁকশিয়াল, বাগডাসা, খাটাস, বেজি, গুইসাপ, রক্তচোষা, বাদুর ইত্যাদি।

বিলুপ্ত প্রায় পাখিগুলো হচ্ছে- শঙ্খচিল, দাড়কাক, তিলাঘুঘু, কাটঠোকরা, লক্ষ্মীপেঁচা, কানাকুয়া, ডাহুক, পানকৌড়ী, ভাতশালিক ইত্যাদি।

এছাড়া চিতল, বোয়াল, পাবদা ও মাগুর সহ প্রায় ২০ প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পথে।