হযরত বদরুদ্দিন (রাঃ ) ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৭৮১ সাল হতে ১৮৪০ সাল পর্যমত্ম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থান করেন বিধায় তার নামানুসারে মাদারীপুর জেলা গঠিত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা হতে ২৬০ কি:মি: দুরে দেশের দক্ষিণাঞ্চলে আড়িয়াল খাঁ ও কুমার নদের তীরে মাদারীপুর জেলার অবস্থান । কুমার নদীর উত্তরপাড়ে তৎকালিন বৃটিশ সরকারের আমলে মাদারীপুর জেলা শহরে বসবাসরত নাগরিকদের নগর সেবা প্রদানের জন্য ১৮৭৫ সালের এপ্রিল মাসে মাদারীপুর পৌরসভা গঠিত হয় ।
১৪.০৫ বর্গ কি:মি: বিশিষ্ট মাদারীপুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা । যার উত্তরে রাসিত্ম ও পাঁচখোলা ,দক্ষিনে ঝাউদি ও ঘটমাঝি, পূর্বে ঝাউদি ও খোয়াজপুর এবং পশ্চিমে পেয়ারপুর ইউনিয়ন ।
ভৌগলিক অবস্থানঃ ২৩.০০’ থেকে ২০.৩০’ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫৬’ থেকে ৯০.২১’ পূর্ব দ্রাঘিমাংশ।
৯ টি ওয়ার্ড ও ৩৩ টি মহলস্না নিয়ে মাদারীপুর পৌরসভা । ২৭১১৮ টি পরিবারে সর্বমোট ১৫০,০০০ (পুরুষ- ৭৭,৭০০, মহিলা- ৭২,৩০০) পৌর নাগরিক পৌর এলাকায় বসবাস করেন।
পৌর এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের অনুসারীদের শতকরা পরিমাণঃ
· ৮৮.৩০% মুসলিম,
· ১১.৫০ % হিন্দু,
· ০.১০% খ্রিষ্ঠান
· ০.১০% অন্যান্য
শিক্ষার হারঃ ৭১.৪০ % ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস