Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

মাদারীপুর জেলা বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী জনপদ। সুদীর্ঘকাল হতে এ জেলা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে এ জেলার সূর্য সন্তানেরা অবদান রেখেছেন। মাদারীপুরের মত সমৃদ্ধ জেলাতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

          মাদারীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে মাদারীপুরবাসীর উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখা আমার অন্যতম গুরুদায়িত্ব বলে আমি মনে করি। এ জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম এই জেলাতে বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

          পরিবেশ ও জলবায়ুসহ বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত সকল ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন নিশ্চিতকরণে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। জেলায় বিদ্যমান আইন-শৃঙ্খলা ঘটিত ও সামাজিক সমস্যা দূরীকরণে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ‘থ্রি জিরো’ (Zero Poverty, Zero Unemployment and Zero Carbon ) সহ বৈশ্বিক ও জাতীয় লক্ষ্যসমূহ অর্জনে সরকারে বিভিন্ন নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও সমন্বয় সাধনে জেলা প্রশাসন মাদারীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

          একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মাদারীপুর জেলাকে সক্ষম করে গড়ে তুলতে যে সব উদ্যোগ গ্রহণ করা আবশ্যক সে সব উদ্যোগ গ্রহণে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাদারীপুর জেলার উন্নয়নে জেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি।