সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯১ খ্রিষ্টাব্দে মাদারীপুর জেলা শহরের প্রাণ কেন্দ্রে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে । অত্র জনবহুলএ লাকায় কোন প্রতিষ্ঠান না থাকায় এলাকায় নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে মাদারীপুরের কৃতি সমত্মান জনাব সহিদুল ইসলাম ভূইয়া বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন
১৯৭১ খ্রিষ্টাব্দে মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নিক্ষিপ্ত সেল যা ২২এপ্রিল ১৯৭১খ্রিষ্টাব্দে,তাঁর বাড়ীতে আঘাত হানে এবং তিনি মারাত্মক ভাবে আহত হন। এই যুদ্ধাহত মহিয়সী মায়ের নামে জনাব সহিদুল ইসলাম ভূইয়া ১৯৯১ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এর নাম করন করেণ ’’সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়’’। |
মোটছাত্র-ছাত্রীরসংখ্যা | ৭৭৬ জন | ||||||||||||||
ছাত্র-ছাত্রীরসংখ্যা (শ্রেণীভিত্তিক) |
| ||||||||||||||
পাশেরহার (বিগত ৫ বৎসর) |
|
বিগত ৫বছরেরসমাপনী পাবলিক পরীক্ষার ফলাফল: | ২০১১ সাল ৮৭% ২০১০ সাল ৮০% ২০০৯ সাল ৫০% |
সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চবিদ্যালয়, মাদারীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস