কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
বিদ্যালয়টি ১৯৭৫খ্রি:এ কে জি (কিন্ডার গার্ডেন) স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২৪ আগস্ট ১৯৮৩ খ্রি: এ এটি রেজিস্ট্রশনভুক্ত হয়। রেজিস্ট্রেশন নং ৩১৭২(৫)। এ বিদ্যালয়টি বর্তমানে পেস্ন হতে ৫ম শ্রেণি পর্যমত্ম ৩৫০ (তিনশত পঞ্চাশ) জন ছাত্র অধ্যায়নরত আছে।
মাদারীপুর শহরে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ঐতিহ্যবাহী মনোরম লেকের দক্ষিণ-পশ্চিম কোনে ”উদয়ের পথে”শিশু বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭৫ খ্রি: এর ১লা মার্চ তৎকালীন মহাকুমা প্রশাসক জনাব জলিল খান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের শিক্ষা অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নত করার প্রয়োজনে বিদ্যালয়টির লিখিত নিয়ম কানুন প্রণয়নের লক্ষ্যে জেলার ১ম জলা প্রশাসক জনাব আব্দুর রশীদ একটি গঠনতন্ত্র তৈরির উদ্যেগ নেন এবং জেলার ২য় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তাজামুল ইসলাম সেটির চুড়ামত্ম রূপ দেন।
গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রণালয় এর সচিব এবং বি,সি,এস প্রশাসন এসোসিয়েশন এর সভাপতি জনাব মুহ: ফজলুর রহমান এর ১৮.০২.২০০৩ খ্রি: তারিখ ইস্যুকৃত ডি,ও নং স্বাপকম/সচিব -১/২০০৩/২৭এর মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকারের নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিটি জেলায় প্রাথমিক পর্যায়ে একটি কওে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেন। উক্ত পত্রের সমানুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জনাব মো:আব্দুল মালেক এর সভাপতিত্বে বিগত ০২.০৩.২০০৩ খ্রি: তারিখ অনুষ্ঠিত সভার সর্বসম্মতি ক্রমে উদয়ের পথে শিশু বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করত ডি সি একাডেমি,মাদারীপুর নামকরণ করা হয়। পরবর্তীতে প্রচলিত বিধি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জায়গা ,অর্থ এবং অন্যান্য সমস্যার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের বিলুপ্তি ঘটে এবং বর্তমানে বিদ্যালয়টি কে জি স্কুল হিসেবেই পরিচালিত হচ্ছে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা: | ৩৫৫ জন। |
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণি ভিত্তিক): | পেস্ন-১৩জন নার্সারি-৫৭জন প্রি-ওয়ান-৫৬জন ১ম শ্রেণি-৬৩জন ২য় শ্রেণি-৫০জন ৩য় শ্রেণি-৩৫জন ৪র্থ শ্রেণি-৩৮জন ৫ম শ্রেণি-২৩জন |
পাশের হার (বিগত ৫ বছর): | শত ভাগ পাশ |
গাড়ি,মটর সাইকেল,বাইক,রিক্সা,পায়ে হেঁটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস