বিদ্যালয়টি মাদারিপুর জেলার সদর উপজেলায় পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি এ, আর হাওলাদার জুট মিলের সন্নিকটে পশ্চিম পার্শ্বে এবং জেলা
প্রশাসকের কার্যালয়ের পার্শ্বে ০.৫ কিঃমিঃ উত্তরে অবস্থিত।
থানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় জন সাধারন
পৌরসভার সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বেসরকারিভাবে দীর্ঘদিন পরিচালনার পর
১৯৭৩ সনে জাতীয়করন হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি সুনামের সহিত পরিচালিত
হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টি ৮জন শিক্ষক দ্বারা পরিচালিত। ছাত্র/ছাত্রী সংখ্যা ৫০৩
জন। বিদ্যালয়টি প্রায় ২০ বছর আগে ছোট্ট একটি টিনের ঘর ছিল। ১৯৮৯সালে ভবনটি
পূনঃনির্মানের মাধ্যমে তিন তলা বিল্ডিং হয়।
* মোট ছাত্র/ ছাত্রীর সংখ্যা ঃ ৫০৩ জন।
* মোট ছাত্র/ ছাত্রী শ্রেণি ওয়ারী ঃ
শ্রেণি | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণি | ৩৬ | ৪২ | ৭৮ |
প্রথম শ্রেণি | ৩৭ | ৪৪ | ৮১ |
দ্বিতীয় শ্রেণি | ৩৯ | ৪১ | ৮০ |
তৃতীয় শ্রেণি | ৩৯ | ৫৫ | ৯৪ |
চতুর্থ শ্রেণি | ৩২ | ৫২ | ৮৪ |
পঞ্চম শ্রেণি | ৩৮ | ৪৮ | ৮৬ |
সর্বমোট | ২২১ | ২৮২ | ৫০৩ |
* পাশের হার (বিগত ৫ বছর)ঃ
সন | প্রথম শ্রেণি | দ্বিতীয় শ্রেণি | তৃতীয় শ্রেণি | চতুর্থ শ্রেণি | পঞ্চম শ্রেণি |
২০০৭ | ১০০% | ৯৮% | ৯৫% | ৯৮% | ১০০% |
২০০৮ | ১০০% | ৯৫% | ৯৮% | ১০০% | ১০০% |
২০০৯ | ১০০% | ১০০% | ১০০% | ৯৮% | ১০০% |
২০১০ | ১০০% | ১০০% | ১০০% | ১০০% | ১০০% |
২০১১ | ১০০% | ১০০% | ১০০% | ১০০% | ১০০% |
সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর- চরমুগরিয়া, উপজেলা- সদর,
জেলা- মাদারীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস