Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ইনোভেশন টিমের মাসিক সভারসমূহের কার্যবিবরণী

জেলা ইনোভেশন টিম এর সেপ্টেম্বর /২০১৭ মাসের সভার কার্যবিবরণী

সভাপতি: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ইনোভেশন অফিসার, মাদারীপুর।

সভার স্থান: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অফিস কক্ষ, মাদারীপুর।    

তারিখ: ২১ সেপ্টম্বর, ২০১৭

সময়: সকাল ১১.00 মি

সভায় উপস্থিত ইনোভেশন টিমের সদস্যবৃন্দের তালিকা -‘‘পরিশিষ্ট ক’’।

              সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অত:পর নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী

 আলোচনান্তে নিন্মলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

 ১ নং আলোচ্য বিষয়:

  ই-ফাইলিং বাস্তবায়ন অগ্রগতি:

ই-ফাইলিং এ গত ০১ ডিসেম্বর, ২০১৬ তারিখ হতে  লাইভ সার্ভারের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা সমাজসেবা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস  এবং ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখ হতে লাইভ সার্ভারের আওতায় চালুকৃত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাদারীপুর সদর ও কালকিনি এর ই-ফাইলিং এ অগ্রগতির জন্য করণীয়  এবং প্রশিক্ষণপ্রাপ্ত অন্যান্য উপজেলা অফিসের ই-ফাইলিংকে লাইভ সার্ভারের আওতায় ই-ফাইলিং কার্যক্রমের উন্নতির বিষয়ে আলোচনা করা হয়।

১. ই-ফাইলিং এ লাইভের আওতায় অফিসসমূহের ই-ফাইলিং কার্যক্রমকে অগ্রগতি আনয়নের জন্য মনিটরিং করা প্রয়োজনবোধে পুন:প্রশিক্ষণদান করা

২. যে প্রশিক্ষণ প্রাপ্ত অফিস ই-ফাইলের লাইভে এখনো আসেনি তাদের লাইভে নেয়ার জন্য চেক লিস্ট তৈরি করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করা।

২ নং আলোচ্য বিষয়:

          মাদারীপুর ইনোভেশন টিমসমূহের ২০১৭-২০১৮ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি:

 মাদারীপুর ইনোভেশন টিমসমূহের ২০১৭-২০১৮ অর্থবছরের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়।

১. ইনোভেশন টিমসমূহের ২০১৭-২০১৮ অর্থবছরের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা ইনোভেশন টিম প্রতিমাসে এক একটি দপ্তর নিয়ে কাজ করার  সিদ্ধান্ত গৃহীত হয়।

৩ নং আলোচ্য বিষয়:

  ইনোভেশন টিমের কার্যক্রম শক্তিশালীকরণ ও প্রেষণা প্রদান:

জেলা ইনোভেশন টিমকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

১. উপজেলা ইনোভেশন টিমের হালনাগাদ তথ্য প্রেরণের জন্য উপজেলা ইনোভেশন অফিসারকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

             সভাপতি মাসিক জেলা ইনোভেশন সভায় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এবং সেই সাথে বর্তমান সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নকে সামনে রেখে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে  সভার সমাপ্তি ঘোষণা করেন।